পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

অপু ট্রিলজি


বাংলা সাহিত্যে রবীন্দ্র পরবর্তী আধুনিক উপন্যাসের ধারাকে পুষ্ট করেন তিন বন্দ্যোপাধ্যায়, মানিক, তারাশঙ্কর ও বিভূতিভূষণ। বদলে যাওয়া বাঙালি মানসিকতার ছবি পাওয়া যায় এই তিন লেখকের উপন্যাস, ছোটগল্পে। বিভূতিভূষণের ‘পথের পাঁচালী’ অবলম্বনে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি Apu Trilogy। প্রথম জীবনে বিজ্ঞাপন সংস্থায় কর্মরত থাকাকালীন এই উপন্যাসের কিশোর-পাঠ্য সংস্করণের Illustration তৈরির সময় থেকেই সত্যজিতের মনে হয়, এ থেকে একটা ভালো সিনেমা তৈরি করা সম্ভব। সিগনেট প্রেস থেকে ১৯৪৫ সালে প্রকাশিত পথের পাঁচালীর কিশোর-পাঠ্য সংস্করণ ‘আম-আঁটির ভেঁপু’ – র সম্পাদনার দায়িত্বে ছিলেন সজনিকান্ত দাস, অলঙ্করণের দায়িত্ব ছিল সত্যজিতের ওপর। ছবি আঁকার আগে পুরো উপন্যাসটি খুব মন দিয়ে পড়তে হয়েছিল সত্যজিতকে, তখন থেকেই বিভূতিভূষণের চরিত্র চিত্রণের দক্ষতা তাকে বিশেষ প্রভাবিত করে। পরবর্তীকালে বিভূতিভূষণের উপন্যাসের সংলাপ প্রসঙ্গে সত্যজিৎ লিখেছেন যে এই সংলাপ যেন সরাসরি লোকের মুখ থেকে কথা তুলে এনে কাগজে বসিয়ে দেওয়া, সংলাপগুলি এতটাই চরিত্রপোযোগী, যে লেখক নিজে চরিত্রের আকৃতিগত কোনও বর্ণনা না দিলেও চেহারাটা যেন আমাদের সামনে ফুটে ওঠে কেবল সংলাপের গুনে। ধারনা করা যায়, বিভূতিভূষণের উপন্যাসের এই বৈশিষ্ট্যই সত্যজিতকে উৎসাহিত করেছিল নতুন ধারার চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণে।

১৮৪০ সালে শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকেই পৃথিবীর ইতিহাস ও ভূগোল দুটোরই দ্রুত পরিবর্তন হতে থাকে। এই সময় থেকেই উৎপাদন বৃদ্ধির ফলে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকে, গড়ে উঠতে থাকে colony, এবং colonialism। এই সময় থেকেই আধুনিকতার বিকাশ হয়, যার ফলশ্রুতি Modernity, Modernization, Modernism ইত্যাদি। এই সব কিছুর মাধ্যমেই শহরগুলোর নিজস্ব চরিত্র বিকশিত হয়ে ক্রমে ক্রমে গড়ে উঠতে থাকল একটা Multi Cultural / Cross Cultural environment। এর প্রায় এক শতাব্দী পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকেই প্রথম বিশ্বের দেশগুলি তাদের কলোনিগুলোকে স্বাধীনতা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বাধ্য হয়। এর ফলে উন্নয়নশীল দেশগুলিতে গ্রামের মানুষের শহরমুখী হবার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে, শহরগুলির চরিত্র নানা জাতির সংমিশ্রণে দ্রুত পরিবর্তিত হয়ে আধুনিক Metropolis সভ্যতার সূচনা করে। এই সময়কালই পথের পাঁচালীর পটভূমি। সত্যজিৎ রায়ের Apu Trilogy আসলে এইরকম একজন সাধারণ গ্রামীণ মানুষের আধুনিকতার অভিমুখে যাত্রার কাহিনী – It’s a story that indicates a journey towards Modernity! সাধারণ দৃষ্টিভঙ্গিতে এটিকে একটি শিশুর বড় হয়ে ওঠার কাহিনী বলে মনে হলেও, আসলে এটি আমাদের Protagonist অপুর একজন আধুনিক মানুষ হয়ে ওঠার কাহিনী। বাংলার একটি অখ্যাত আনামা গ্রাম নিশ্চিন্দিপুরের এক অতি সাধারণ পরিবারের ছেলে অপু কিভাবে নিজেকে বিশ্ব-নাগরিকতার পরিচয়ে আবিষ্কার করে, তাই এই ট্রিলজির মূল উপজীব্য...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন