পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৬ আগস্ট, ২০১২

জাদুকরি

জাদুকরি

কথা ছিল, University তে একটা workshop হবে, যেখানে আমরা সবাই, অর্থাৎ টিচার, স্টুডেন্ট সবাই মিলে একসাথে একটা short film বানাবো। সবার খুব উৎসাহ, প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বলা হল নিজের মতো করে গল্পের একটা প্লট ভেবে আসার জন্য। এমন একটা concept, যেটা university – র campus এর ভেতরেই shoot করা যাবে, বাইরে যেতে হবেনা! আমিও ভাবলাম, মানে বলা ভালো, ভাবা practice করলাম, হাজার হোক সিনেমার ছাত্রী তো! Practice এর সাথে theory কে না মেলালে চলবে কি করে! অনেক ভাবনা চিন্তার পর যা দাঁড়ালো সেটা খানিকটা গুল-গাপ্পি, খানিকটা জোড়া-তাপ্পি, খানিকটা স্বপ্ন, খানিকটা বাস্তব, খানিকটা আগের দিন অনেক রাত অবধি জেগে Pino Solanas এর “La Nube” দেখার ফল, এবং সিকি ছটাক মতো হলেও আত্মজীবনী! আমার concept এ এক ঝলকের জন্যও আমি দেখা দিয়ে যাব না, সে কি কখনো হতে পারে! পরের দিন University গিয়ে দেখি কয়েকটা concept থেকে একটু একটু করে অংশ নিয়ে একটা কোলাজ মত করা হচ্ছে, একটু প্রেম, একটু homosexuality, একটু প্রতিবাদ, একটু ব্যাঙ্গ ইত্যাদি দেখিয়ে শেষে দেখানো হবে এটা আসলে একটা workshop হচ্ছিল, যেখানে ছাত্র-ছাত্রীরা সবাই কাজ শিখছে। আমার concept টা অনেকেরই পছন্দ হয়েছিল, কিন্তু ওটা থেকে একটু কিছু বার করে নেওয়া সম্ভব হল না! অনেক কিছু establish করতে হবে যে! ফলে ভাবা practice বৃথা গেল! কিন্তু জীবনের ধন কিছুই কি যাবে ফেলা? অনেকেরই যখন ভালো লেগেছে, তখন ওটা ‘সিনেকথা’-র বন্ধুদের সাথে শেয়ার করা যাক না কেন!

জাদুকরি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন